আমাদের দেশে বেশ কয়েকটি সিম অপারেটর কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে টেলিটক। এই সিমটি মূলত সরকারি সিম। যদিও সিমটি বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারে তেমন উপযোগী নয়, কিন্তু বেশ কিছু কাজের জন্য সিমটি ব্যবহার করা হয়ে থাকে। যদি আপনি একজন টেলিটক ব্যবহারকারী হয়ে থাকেন আর জানেন না কিভাবে টেলিটক সিমের নাম্বার চেক করতে হয় তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যে।
প্রত্যেকটি সিমের নিজস্ব একটি নাম্বার থাকে। আপনি যে টেলিটক ব্যবহৃত সিমেও একটি নির্দিষ্ট নাম্বার রয়েছে। এই টেলিটক নাম্বারটি চেক করার কোড হচ্ছে *551# । এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পাবেন।
টেলিটক সিমের প্রয়োজনীয় কিছু কোড :
যারা টেলিটক অ্যাপ ব্যবহার করেন না, তারা এই সিমের বিভিন্ন অফার ও প্রয়োজনীয় প্যাকেজ জানার জন্য কোডের প্রয়োজন হয়। যা অনেক গ্রাহক উক্ত কোডগুলা জানেন না। নিচে প্রয়োজনীয় কিছু টেলিটক সিমের কোড শেয়ার করা হলো। আশা করি আপনাদের উপকারে আসবে।
ব্যালেন্স চেক : টেলিটক সিমে ব্যালেন্স চেক করার জন্য একটি নির্দিষ্ট কোড রয়েছে আর তা হচ্ছে *১৫২# । এই কোড ডায়াল করার মাধ্যমে আপনার টেলিটক সিমের বর্তমান ব্যালেন্স চেক করতে পারেন।
ডাটা ক্রয় : নিজের পছন্দ মতো ডাটা ক্রয় করার জন্য *১১১# কোডটি ডায়াল করুন। আর ডাটা প্যাকের সকল অফরগুলা দেখুন।
ডাটা চেক : টেলিটক সিমে ডাটা চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে U লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে, ফিরতি এসএমএসে আপনাকে ডাটার তথ্য জানিয়ে দেওয়া হবে।
আশা করি টেলিটকে নাম্বার চেক করার পদ্ধতি জানতে পেরেছেন। টেলিটক বিষয়ে যেকোনো খুঁটিনাঁটি তথ্য সবার আগে জানতে আমাদের সাথে থাকুন।
Tag : টেলিটক নাম্বার চেক, Teletalk Number Check Code, টেলিটক নাম্বার দেখার উপায়, টেলিটক কোড, টেলিটক সিমের নাম্বার চেক, Teletalk Code, Teletalk Service off Code, টেলিটক সকল কোড।
0 Comments
post a comment
Emoji