কোটা সংস্কারে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মাঝেই হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও। মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এম খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউট সমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সময় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা। বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে আরো জানান হয়েছে, বৃহস্পতিবারের পরীক্ষা বন্ধ থাকলেও আগামী ২১ তারিখ থেকে আগের রুটিনেই চলবে পরীক্ষা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটের বিস্তারিত তথ্য সবার আগে জানতে আমাদের সাথে থাকুন। পরবর্তী নিদের্শ আসা মাত্র আমরা আমাদের সাইটে জানিয়ে দিব। সে পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji