ছাত্রসমাজ’কে নিয়ে লেখা কবিতা “সংগ্রামী চেতনা”। লেখা - মোঃ বিল্লাল হোসেন।

যখনি বাংলার আকাশ কালো মেঘে ঢেকে যায়, ঠিক তখনি দন্ডায়মান হয় বাংলার ছাত্রসমাজের। পৃথিবীর সকল কিছু টাকা দিয়ে কেনা সম্ভব হলেও এই ছাত্রসমাজকে কখনো কেনা সম্ভব নয়। ছাত্রসমাজ যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে। যারা আজ অন্যায় ভাবে আমাদের মুখ বন্ধ রাখতে চাচ্ছে, সাদাকে কালো আর কালোকে সাদা করতে চাচ্ছে তাদের জেনে রাখা উচিত এই বাংলার মানুষ আজ যে বাংলায় কথা বলছে তা সম্ভব হতো না যদি আমরা সেই বাহান্নো’তে হেরে যেতাম। আমরা হারতে আসিনি, সত্যের নিশান উড়াতে এসেছি। সেটা উড়িয়েই ছাড়বো, ইনশাআল্লাহ। ছাত্র সমাজকে নিয়ে লেখা কবিতা সংগ্রামী চেতনা।

সংগ্রামী চেতনা

সংগ্রামী চেতনা
মোঃ বিল্লাল হোসেন
-----------------------------------------------------------------
পতাকা পেলে স্বাধীন হবে, ছিল যে কথা।
এখন দেখি পতাকা শুধু এক বাহানা,
পতাকার আড়ালে রয়েছে আমাদের পরাধীনতা।

স্বাধীন বলে করছি বড়াই, স্বাধীন তো নয় আমি!
লিখতে গেলে মুছতে হয়, বলতে গেলে ভাবতে হয়।
মায়ের ভাষায় বলতে কথা, লাগছে কেন ভয়!
থামতে কেন হচ্ছে আমায়, চলতে গেলে পথ।
স্বাধীন পথে কিসের বাঁধা, কাটায় ঘেরা শহর।
শহর তো নয় যেন এক কৃষ্ণচূড়ার দল!

এই কি ছিল স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা।
নাকি স্বাধীনতার নামে শুধু'ই তামাশা।
শাসক নামে শোষক শুধু স্বাধীন স্বাধীন করে।
স্বাধীনতার আড়ালে রেখেছে মোদের মুখ বন্ধ করে।

বললে কথা ন্যায়ের পথে, দিচ্ছে আখ্যা সন্ত্রাস বলে।
সন্ত্রাস তো নয় ছাত্র মোরা, দিচ্ছি স্লোগান উচ্চস্বরে।
থাকতে জীবন করবো সংগ্রাম, ছাড়বো না যে হাল।
ছাত্রসমাজ থামবে না, থামলে সমাজ গড়বে না।
থেমে গেলে সেই বাহান্নো’তে বাংলা আর হতো না।

ইতিহাসের পাতা দেখে যাও তোমরা, ছাত্রসমাজের কথা।
আমরা নত হতে আসিনি, 
এসেছি নতুন দিগন্তের পথে ঝান্ডা উড়াতে।
কবি নজরুলের সাম্যের পথে চলতে, বৈষম্য দূর করতে।

চলো বাংলার দামাল ছেলেরা, হাতে হাত রেখে...
 উড়াই নিশান।
যে নিশানে থাকবে না কোনো বৈষম্য, মানুষে মানুষে কোনো ভেদাভেদ।
থাকবে না কোন শোষকের ধ্বনি, বাজবে এক নতুন স্বাধীনতার বাঁশি।
যে বাঁশির সুরে মিলবে শুধু একতার সব ধ্বনি।
ধ্বনিতে মুখরিত হবে সত্যিকারের এক স্বাধীন বাংলা ভূমি।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

এই বাংলার মাটিতে একদিন একতার সুর বাজবে’ই বাজবে। দূর হবে সকল ভেদাভেদ ও বৈষম্য। যদি কখনো এই ছাত্রসমাজ হেরে যায় তাহলে বুজে নিবেন, এই জাতি কখনো মেরুদন্ড সোজা করে দাড়াঁনোর ক্ষমতা রাখবে না। মানুষ মাত্র’ই ভুল, লেখায় কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। 

Post a Comment

0 Comments