অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পাওয়ার কারণ। No Record Found লেখা আসলে কি করবেন

অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য খোঁজার জন্য, হাতে লেখা জন্ম নিবন্ধন নম্বর ও জন্মসাল দিয়ে সার্চ করার পর No Record Found লেখাটি আসতেছে, তাহলে এখন কি করবেন। আধো কি আপনার হাতে লেখা জন্ম সনদটি অনলাইন করা আছে নাকি এটি সম্পূর্ণ ভূয়া, তা নিয়ে থাকছে আজকের এই আর্টিকেল। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 

No Record Found

যদি আমাদের হাতে লেখা জন্ম সনদটি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তা অনলাইন করা আছে, কিন্তু আমরা অনলাইনে খোঁজে পাচ্ছি না, যখনি সার্চ করি তখন No Record Found লেখাটি চলে আসে। এর কয়েকটি কারণ রয়েছে, তা হচ্ছে ...

যদি আমরা সার্চ করার সময় ভুল ‘নিবন্ধন নম্বর বা জন্ম তারিখ’ দেই তাহলে কোনো রেজাল্ট আসবে না, তখন No Record Found লেখাটি দেখতে পাবো। প্রশ্ন করতে পারেন, হাতে লেখা জন্ম সনদের জন্ম তারিখ ও নিবন্ধন নম্বর সঠিক ভাবে দিয়ে সার্চ করার পরও No Record Found লেখা আসে, এটার কারণ কি। এর দু’টা কারণ রয়েছে, তা হলো ....

কারণ - ০১ : অনেক হাতে লেখা জন্ম সনদের সাথে আমাদের অনলাইনে থাকা জন্ম সনদের জন্ম তারিখ, মাস বা সাল ভুল থাকে, যার কারণে আমরা সার্চ করলে আমাদের জন্ম সনদ খোঁজে পাইনা। কারণ - ০২ : যদি হাতে লেখা জন্ম সনদের কপিটি ভূয়া হয়, তাহলে আপনি তা খোঁজে পাবেন না। 

যদি নিজে সার্চ করে অনলাইন থেকে জন্ম সনদ না পেয়ে থাকেন, তাহলে কিভাবে বুজবেন আপনার হাতে লেখা জন্ম সনদটি অনলাইনে আছে নাকি এটি ভূয়া সনদ। এর জন্যে আপনাকে হাতে লেখা সনদটি নিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশনে গিয়ে, যিনি কম্পিউটারে কাজ করেন ওনার সাথে যোগাযোগ করে আপনার সমস্যার কথা বললে উনি উনার সিস্টেম অনুযায়ী সার্চ করে দেখবে আপনার সনদটি অনলাইন করা আছে কিনা।

যদি অনলাইন করা থাকে তাহলে উনি আপনাকে অনলাইনে থাকা কপিটি প্রিন্ট করে দিবে, তাহলে দেখতে পাবেন আপনার হাতে লেখা সনদের সাথে অনলাইনে থাকা নিবন্ধনে কি ভুল আছে। আর যদি উনারা সার্চ করে আপনার জন্ম নিবন্ধনের সনদ না পেয়ে থাকে তাহলে বুজে নিতে হবে আপনার হাতে লেখা সনদটি সম্পূর্ণ ভূয়া এবং ওনাদের পরামর্শ অনসুরণ করে পরবর্তী কাজ করতে হবে (মূলত নতুন জন্ম সনদের জন্য আবেদন করতে হবে)।

আশা করি বুজতে পারছেন, যদি জন্ম নিবন্ধন অনলাইন করা না থাকে, তাহলে নতুন করে জন্ম নিবন্ধন করে নিতে হবে। ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করার প্রক্রিয়া এখনি জেনে নিন - নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম।

আর যদি দেখেন আপনার আগে থেকে জন্ম নিবন্ধন অনলাইন করা আছে, কিন্তু তাতে নাম বা বয়স ভুল রয়েছে এবং ইংরেজি করা নেই তাহলে তা সংশোধন করে নিতে হবে। ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার আবেদন প্রক্রিয়া এখনি জেনে নিন - জন্ম নিবন্ধন সংশোধন বা ডিজিটাল করার নিয়ম। জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্যসহ যেকোন বিষয়ে নিত্য নতুন টিপস ও ট্রিকস সবার আগে জানতে আমাদের সাথে থাকুন। 

Post a Comment

0 Comments