মজার সব হাসির ধাঁধা। বাংলা হাসির ধাঁধা। গ্রাম বাংলার মজার ধাঁধা।

ধাঁধা যা মানুষের মাথাকে এলোমেলো করে দেয়, যখন কেউ আমাদের ধাঁধা জিজ্ঞেস করে তখন মনে হয়, উত্তর এটা হবে, আরে এটা না ওটা হবে। মানে উত্তর কোনটা হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়ে। তাই কেউ মজা করে ধাঁধা জিজ্ঞাস করে আবার কেউ আমাদের বুদ্ধিমত্তা পরীক্ষার করার জন্যে জিজ্ঞাসা করে। তো আপনি যদি কাউকে ধাঁধা জিজ্ঞাস করতে পছন্দ করেন, অথবা কেউ আপনাকে দেখা হলে ধাঁধা জিজ্ঞাস করে তাহলে আগে থেকে প্রস্তুত হয়ে নিন। আর প্রস্তুত হওয়ার জন্য আমরা নিয়ে এসেছি অবাক করার মত সব গুগলি ধাঁধা যা আপনাদের মাথা ঘুরিয়ে দিবে। তো চলুন দেখে নেওয়া যাক, আজকের ধাঁধার আসর।

মজার মজার সব হাসির ধাঁধা

ধাঁধা পড়তে ও জানতে যেমন ভালো লাগে তেমনি কেউ প্রশ্ন করলে তার সঠিক উত্তরটা দিতে পারলেও আমাদের অনেক ভালো লাগে। Dhadha মানেই বুদ্ধির খেলা। অনেকেই বাংলা ধাঁধা অনেক পছন্দ করে। প্রতিবারের মতো আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মজার সব অদ্ভুত ধাঁধা।

মজার সব হাসির ধাঁধা। বাংলা হাসির ধাঁধা।

১) গুগলি প্রশ্ন : আসবে তারা যাদের স্বভাব, ভাত ছড়ালে হবে না অভাব। 

উত্তর : কাক।

২) গুগলি প্রশ্ন : কোন মাসে মানুষ সব চাইতে কম ঘুমায় ?

উত্তর : ফেব্রুয়ারি (কারণ ফেব্রুয়ারি মাস ২৮ দিনে)

৩) গুগলি প্রশ্ন : ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য বলেন দেখি কি তা ?

উত্তর : বেল

৪) গুগলি প্রশ্ন : রাত্রি কালে জন্ম নেয়, দিনের বেলায় মরণ হয়।

উত্তর : অন্ধকার

৫) গুগলি প্রশ্ন : জঙ্গল দিয়া উইড়া চলে, পিছ দিয়া আগুন জ্বলে।

উত্তর : জোনাকি 



৬) গুগলি প্রশ্ন : বিয়ের সময় দাদা দেয় একবার সারাজীবন বৌদি দেয় দেয় বারবার।

উত্তর : সিঁদুর

৭) গুগলি প্রশ্ন : একই মায়ের সন্তান মোরা, আমি তাকে ভাই বলি সে আমায় বলে না ভাই। বলুনতো কি সম্পর্ক তাদের ?

উত্তর : ভাইবোন

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

৮) গুগলি প্রশ্ন :  মায়ের দুধ খায় না, মায়ের পাছ ছাড়ে না।

উত্তর : মুরগির ছানা

৯) গুগলি প্রশ্ন : এক মায়ের দুই ছেলে কেউ কাউকে দেখতে নারে।

উত্তর : চক্ষু

১০) গুগলি প্রশ্ন : হাত নাই, পা বহু, চলে পরের জোরে, ঘন কৃষ্ণ বনে গিয়ে শিকার আনে ধরে।

উত্তর : চিরুনি

১১) গুগলি প্রশ্ন : তিন অক্ষরে নাম তার, জলে বাস করে মাঝের অক্ষর দিলে বাদ, আকাশেতে ওড়ে।

উত্তর : চিতল

১২) গুগলি প্রশ্ন : আগায় খস খস গোড়ায় মৌ, বলো দেখি তা কি ?

উত্তর : আখ

১৩) গুগলি প্রশ্ন : কনছেন দেখি কোন খানা খাওয়া যায় না ?

উত্তর : গোসলখানা।

১৪) গুগলি প্রশ্ন : বনের বাহিরে আসলো বুড়ি চোখ তার কুড়ি কুড়ি, বলো দেখি কি ?

উত্তর : আনারস।

১৫) গুগলি প্রশ্ন : কোন ব্যাংকে টাকা থাকে না, ধার কখনো পাওয়া যায় না।

উত্তর : ব্লাড ব্যাংক।

১৬) গুগলি প্রশ্ন : পানির মাঝে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর বাদ দিলে হয় মহা-রাণী।

উত্তর : মাছ।

১৭) গুগলি প্রশ্ন : আমার মধ্যে আছো তুমি, তোমার মধ্যে নেই। আব্বার মধ্যে আছো তুমি, দিদির মধ্যে নেই।

উত্তর : আ।

১৮) গুগলি প্রশ্ন : তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্য বস্তু হয়।

উত্তর : বিছানা।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

১৯) গুগলি প্রশ্ন : পাখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটে হাকে।

উত্তর : মেঘ

২০) গুগলি প্রশ্ন : একজন ব্যক্তি একটি দৌড় প্রতি যোগিতায় দৌড়োচ্ছেন। এ মূহুর্তে তিনি তৃতীয় জনকে পিছে ফেললেন, এখন তিনি কত নাম্বারে আছেন ?

উত্তর : ৩য় স্থানে



২১) গুগলি প্রশ্ন : ফুটবল খেলা শুরু হওয়ার আগে খেলার স্কোর কত হবে, বলেন দেখি ?

উত্তর : ০-০

২২) গুগলি প্রশ্ন : কোন হাঁস পানিতে নামে না ?

উত্তর : ইতিহাস

২৩) গুগলি প্রশ্ন : আচ্ছা বলেনতো দেখি - দুইটি ডানা আছে তার আকাশেতে উড়ে , ডানা কি নড়ে না ওড়ে খুব জোরে । এটা কি ?

উত্তর : উড়োজাহাজ।

২৪) গুগলি প্রশ্ন : জোরে যদি মার তারে কাদবে বেশি জোরে – এটা কি ?

উত্তর : ঘন্টা

২৫) গুগলি প্রশ্ন : সব কিছু খুলে রাখে লজ্জা লাগে না, পরপুরুষে হাত দিলে লজ্জায় বাঁচে না।

উত্তর : লজ্জাবতী গাছ।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

Post a Comment

0 Comments