বিকাশ হলো বাংলাদেশের মোবাইল ব্যাংকিং একটি সেবা। বিকাশ দিয়ে একজন গ্রাহকের একাউন্ট থেকে অন্য গ্রহকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে বা গ্রহন করতে পারেন। তাছাড়াও বিকাশ দ্বারা গ্রহকগণ মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল, বিভিন্ন পেমেন্ট এবং শপিংসহ নানা সুবিধা গ্রহন করেন, এছাড়াও এই লিংক থেকে (ক্লিক করুন) বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নতুন একাউন্ট খুললে অথবা প্রথমবার লগইন করলে পেয়ে যাবেন ১২৫ টাকা বোনাস সহ বিভিন্ন ক্যাশব্যাক অফার। এখন আসুন যাদের বিকাশ একাউন্ট করা আছে, এবং উক্ত একাউন্টের বিগত কয়েক মাসের বিকাশ স্টেটমেন্ট দেখতে চান তাদের জন্যে আজকের এই আর্টিকেল। এই আর্টিকেলে আমি আপনাদের সাথে বিকাশ স্টেটমেন্ট ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায় নিয়ে আলোচনা করবো, তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
পূর্বে বিকাশ স্টেটমেন্ট এর বিস্তারিত দেখার জন্য বা ডাউনলোড করার জন্য তেমন কোনো উপায় ছিল না। কিন্তু বিকাশ তাদের অ্যাপে নতুন একটি ফিচার নিয়ে এসেছে, আর তা হচ্ছে স্টেটমেন্ট রিকোয়েস্টসমূহ। এখন প্রশ্ন হচ্ছে বিকাশে এই অপশনটি কোথায় খুঁজে পাবেন। তার জন্যে প্রথমে বিকাশ অ্যপে চলে আসুন, তারপর উপরের দিকে ডান পাশে থাকা বিকাশ লগোতে ক্লিক করুন, তারপর বিকাশ মেন্যু থেকে স্টেটমেন্ট অপশনে ক্লিক করুন। স্টেটমেন্ট অপশনে আসার পর, উপরের দিকে স্টেটমেন্ট রিকোয়েস্টসমূহ নামের নতুন একটি অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।
স্টেটমেন্ট রিকোয়েস্টসমূহ অপশনে ক্লিক করার পর নিচে দিকে (+ নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট) নামের অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করুন। ক্লিক করার পর, দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট ও অন্যটি হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট। যে স্টেটমেন্টটি আপনি ডাউনলোড করতে চাচ্ছেন তাতে ক্লিক করুন। তারপর কত দিনের স্টেটমেন্ট ডাউনলোড করবেন তা সিলেক্ট করে কনফার্ম করুন অপশনে ক্লিক করুন।
কনফার্ম করুন অপশনে ক্লিক করার পর স্টেটমেন্ট রিকোয়েসট প্রসেসিং হবে। যদিও তা ডাউনলোড প্রস্তুত করার জন্য ২৪ ঘন্টার কথা বলবে কিন্তু আপনি আপনার স্টেটমেন্ট কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন। স্টেটমেন্ট প্রস্তুত হওয়ার সাথে সাথে একটি নোটিফিকেশন চলে আসবে তাতে ক্লিক করে স্টেটমেন্ট ডাউনলোড করে নিবেন।
স্টেমেন্ট ডাউনলোড হয়ে গেলে তা ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবে, তাতে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন, তাহলে ফাইলটি ওপেন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি বিকাশ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন।
0 Comments