বর্তমান সময়ে অনলাইন থেকে বিভিন্ন উপায়ে আয় করা যাচ্ছে, এমন’ই একটি উপায় হচ্ছে টেলিগ্রামের Gmail Farmer Bot এ জিমেইল তৈরী করে আয় করা। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে আয় করতে পারেন। যারা সহজে অনলাইন থেকে আয় করতে চাচ্ছেন, তারা টেলিগ্রামের Gmail Farmer Bot কে কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন। তো কিভাবে এই বট থেকে জিমেইল তৈরী করবেন ও পেমেন্ট নিবেন তা নিয়ে থাকছে আজকের এই আর্টিকেল।
যারা অনলাইনে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য অনলাইন কাজে আগ্রহী, তারা সহজেই এই পদ্ধতিটি ব্যবহার করে ইনকাম করতে পারেন। যেহেতু টেলিগ্রাম বট থেকে কাজটি করতে হবে তাই যাদের টেলিগ্রাম একাউন্ট নেই তারা প্রথমে টেলিগ্রাম একাউন্ট তৈরী করে নিন, আর যাদের ইতিমধ্যে টেলিগ্রাম একাউন্ট আছে তারা নিচের ধাপগুলা অনুসরণ করুন।
Gmail Farmer Bot কি :
Gmail Farmer Bot হচ্ছে টেলিগ্রামের একটি স্বয়ংক্রিয় বট, যা নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে ব্যবহারকারীদের নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। সফল ভাবে তৈরি করা প্রতিটি জিমেইল অ্যাকাউন্টের জন্য আপনি $0.09 সেন্ট (যা বাংলাদেশি টাকায় ১০.৯২ < বর্তমানে >) আয় করতে পারবেন।
Gmail Farmer Bot থেকে আয় করার উপায়সমূহ :
ধাপ - ০১ : প্রথমে Gmail Farmer Bot লিংকে ক্লিক করে সরাসরি টেলিগ্রামে চলে আসুন। তারপর Gmail Farmer Bot থেকে START বাটনে ক্লিক করুন।
ধাপ - ০২ : START বাটনে ক্লিক করার সাথে সাথে বটটি চালু হয়ে যাবে। এখন জিমেইল তৈরী করার জন্য "Register a new Gmail" অপশনে ক্লিক করুন। তারপর আপনাকে একটি জিমেইল তৈরী করার জন্য তারা এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে দিবে।
ধাপ - ০৩ : উক্ত এড্রেস ও পাসওয়ার্ডটি কপি করে সঠিক ভাবে জিমেইল একাউন্ট তৈরী করে নিন। এক্ষেত্রে মনে রাখবেন, ওরা যে নামটি ও পাসওয়ার্ড দিয়েছে এগুলা সঠিকভাবে বসাতে হবে, ভুল করলে পেমেন্ট করবে না। জিমেইল তৈরী করা হয়ে গেলে, পুনরায় বটটিতে চলে আসুন। বটে এসে "Done" অপশনে ক্লিক করুন।
এভাবে যতগুলা জিমেইল তৈরী করতে পারবেন, তার জন্য আপনাকে যে পরিমাণ অর্থ দিবে তা প্রথমে হোল্ডে থাকবে। যদি আপনি সঠিক ভাবে জিমেইল তৈরী করে থাকেন তাহলে ৩-৫ দিন পর মূল ব্যালেন্সে যোগ হয়ে যাবে। মূল ব্যালেন্স যোগ হওয়ার পর আপনি Payeer বা অন্যান্য ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
রেফার করে আয় করার উপায় :
Gmail Farmer Bot থেকে আপনি রেফার করেও ইনকাম করতে পারবেন। রেফার লিংক পেতে Bot থেকে My referrals অপশনে ক্লিক করলে নিচের দিকে রেফার লিংক পেয়ে যাবেন। আপনার রেফার লিংক থেকে কেউ Bot এ যুক্ত হয়ে ইনকাম করলে আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ বোনাস পেয়ে যাবেন। প্রতিটি সফল রেফারেলের জন্য নির্দিষ্ট পরিমাণ বোনাস দেওয়া হয়ে থাকে, যা আপনার আয়কে আরও বৃদ্ধি করবে।
Gmail Farmer Bot থেকে পেমেন্ট নেওয়ার নিয়ম :
সফল ভাবে কাজ করার পর মূল ব্যালেন্স ও রেফার করা অর্থ উইথড্রো করার জন্য Balance অপশনে ক্লিক করুন। তারপর Payout অপশনে ক্লিক করে, আপনি যে মাধ্যমে পেমেন্ট নিতে চান তা সিলেক্ট করে দিন। যেহেতু Payeer এর মাধ্যমে সহজে ও স্বল্প পরিমাণ অর্থ উইথড্রো করা যায় তাই আমি Payeer সিলেক্ট করে Payeer একাউন্ট নাম্বার দিয়ে দিলাম, সাধারণত ১০-৩০ মিনিটের মধ্যে পেমেন্ট চলে আসে। আপনি যে মাধ্যমে পেমেন্ট নিতে চান তা সিলেক্ট করে Payeer এর মতো পেমেন্ট নিতে পারেন।
কাজ করার সময় যেসকল সতর্কতা অবলম্বন করবেন :
১। | যে ডিভাইসের টেলিগ্রাম বট থেকে কাজ করবেন, উক্ত ডিভাইস থেকে’ই জিমেইল তৈরী করবেন। |
২। | VPN ব্যবহার করে অতিরিক্ত জিমেইল তৈরি করার চেষ্টা করবেন না, এতে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে। |
৩। | বটের আপডেট এবং নিয়মিত তথ্য পেতে তাদের অফিসিয়াল চ্যানেল ও গ্রুপে যুক্ত থাকুন। |
তবে মনে রাখবেন, অনলাইন থেকে ইনকাম করার ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকা উচিত। বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য Gmail Farmer News এবং Gmail Farmer Support চ্যানেল অনুসরণ করতে পারেন। আপনি চাইলে প্রথমে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে পরীক্ষা করতে পারেন। আশা করি, যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন আপনার Gmail Farmer Bot কে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। এরকম নিত্যনতুন প্রয়োজনীয় সব তথ্য জানতে Toki Unlimited এর সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji