টেলিগ্রামে মোবাইল নম্বর হাইড করার উপায়। Telegram Mobile Number Hide

বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পর স্বাভাবিক ভাবেই আমাদের মোবাইল নাম্বার যেকেউ দেখতে পারে। অনেকে তাদের প্রাইভেসি রক্ষার জন্য নাম্বার হাইড করে রাখতে চান। কিন্তুু জানেন না যে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে নাম্বার হাইড করে রাখতে হয়। তাদের জন্য মূলত আজকের এই পোস্ট। আজকে আমরা আলোচনা করব টেলিগ্রাম এ কিভাবে নিজের ফোন নম্বর হাইড করতে হয়।

টেলিগ্রামে মোবাইল নম্বর হাইড করার উপায়

টেলিগ্রামে মোবাইল নম্বর হাইড করার উপায়

ধাপ - ১ : প্রথমে আপনি আপনার টেলিগ্রাম অ্যাপ টিতে আসুন। টেলিগ্রাম অ্যাপে আসার পর উপরে বাম পাশের থ্রি ডট বাটনে ক্লিক করুন। তারপর সেটিংস অপশনে চলে আসুন।

টেলিগ্রামে মোবাইল নম্বর হাইড করার উপায়



ধাপ - ২ :  সেটিংস অপশনে আসার পর এখন প্রাইভেসি এন্ড সিক্যুরিটি অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে ফোন নাম্বার অপশনে চলে আসুন। এখানে আসার পর আপনি আপনার ফোন নাম্বার অপশনটি Nobody করে দিন।

Telegram Mobile Number Hide

আপনার কাজ সম্পন্ন, এভাবে খুব সহজে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট এর মোবাইল নাম্বার হাইড করে রাখতে পারবেন। আশা করি বুজতে পারছেন। যদি বুজতে কোন অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

Post a Comment

0 Comments