ঘরে বসে ভিডিও দেখে ইনকাম করার ‍উপায়। Givvy Videos অ্যাপ দিয়ে ইনকাম করার উপায়।

যারা ঘরে বসে অনলাইন থেকে সহজে আয় করতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেল। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপের পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি ঘরে বসে ‘ভিডিও ও এড’ দেখে ইনকাম করতে পারবেন। অ্যাপটি হচ্ছে Givvy Videos, এটি এমন একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে ভিডিও ও এড দেখে এবং অ্যাপ ডাউনলোড করে ইনকাম করতে পারবেন। তো কিভাবে এই অ্যাপ থেকে আপনি ইনকাম করবেন এবং পেমেন্ট নিবেন তা নিয়ে থাকছে আজকের এই আর্টিকেল।

Givvy Videos অ্যাপের মাধ্যমে ঘরে বসে ভিডিও দেখে ইনকাম করার উপায়।

প্রথমত, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই অ্যাপ আধো পেমেন্ট করে কিনা, তার উত্তরে বলবো জ্বি করে। আমি নিজে কাজ করে যাচাই করে দেখেছি তারা পেমেন্ট করে, পেমেন্ট করে বিধায় এই আর্টিকেলটি লিখছি। সর্বনিম্ব ৩৫ সেন্ট হলে আপনি এই অ্যাপ থেকে Payeer, Binance, Airtm এ পেমেন্ট নিতে পারবেন এবং ৬৯ সেন্ট হলে Bkash এ পেমেন্ট নিতে পারবেন।

Givvy Videos অ্যাপ থেকে ইনকাম করার উপায় :

প্রথমে নিচের লিংক থেকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। অ্যাপটি ওপেন হওয়ার পর, আপনি অ্যাপটি থেকে বিশেষ ভাবে ভিডিও ও এড দেখে এবং অ্যাপ ডাউনলোড করে ইনকাম করতে পারবেন।

ভিডিও দেখার সময় প্রতিবার এড দেখাবে, আর এই এড দেখার মাধ্যমে আপনকে নির্দিষ্ট পরিমাণে পয়েন্ট দিবে। অ্যাপের উপরের ডান দিকে থাকা গিফট বক্সে ক্লিক করে এড দেখেও ভালো পরিমাণে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। এছাড়া অ্যাপের নিচের ডান দিকের বাটনে ক্লিক করে অনেক ধরণের অফার পাবেন, এখানে our offer নামে একটি অপশন রয়েছে, এখান থেকে অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করার পর ওপেন করলে ২০০০ পয়েন্ট পেয়ে যাবেন। এখানে প্রতি ১০ হাজার পয়েন্টে আপনাকে ১ সেন্ট দেওয়া হবে। 

ঘরে বসে ভিডিও দেখে ইনকাম করার ‍উপায়

এছাড়াও অ্যাপ রেফার করেও আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন। আপনি যদি কাউকে অ্যাপটি রেফার করেন এবং তারা যদি অ্যাপটি ব্যবহার শুরু করে, তাহলে আপনি কিছু বোনাস পয়েন্ট পাবেন। এই পদ্ধতিতে আয় বাড়ানো সম্ভব, তবে এটি নির্ভর করবে আপনার রেফারের সংখ্যা ও অ্যাপের নীতির উপর।

আরো পড়ুন : অ্যাপের মাধ্যমে গেম খেলে ইনকাম করার সহজ ‍উপায়।

Givvy Videos অ্যাপ থেকে পেমেন্ট নেওয়ার উপায় :

সর্বনিম্ব ৩৫ সেন্ট হলে আপনি এই অ্যাপ থেকে Payeer, Binance, Airtm এ পেমেন্ট নিতে পারবেন এবং ৬৯ সেন্ট হলে Bkash এ পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট নিতে withdraw অপশনে চলে আসুন, তারপর যে অ্যাকাউন্টে আপনি পেমেন্ট নিতে চান উক্ত একাউন্টটি সিলেক্ট করে Confirm অপশনে ক্লিক করুন। তারপর আপনার একাউন্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে Verify অপশনে ক্লিক করুন। সকল কাজ সঠিকভাবে করার পর ২-৩ দিনের মধ্যে পেমেন্ট প্রদান করে থাকে।

ঘরে বসে ভিডিও দেখে ইনকাম করার ‍উপায়

Givvy Videos অ্যাপ থেকে কতটুকু ইনকাম করা সম্ভব! :

Givvy Videos অ্যাপটি সাধারণত অতিরিক্ত আয়ের একটি ছোট মাধ্যম হিসেবে কাজ করে, এখান থেকে খুব বেশি যে ইনকাম করতে পারবেন তা কিন্তু নয়। তবে যারা একদম বেকার আছেন, যাদের কাজের ফাঁকে অধিক সময় অবসর থাকতে হয়, যারা দূর দূরান্তে ভ্রমণ করেন বা প্রয়োজনে দূরে কোথাও যাতায়াত করেন তারা এই অ্যাপটিকে কাজে লাগাতে পারেন। বিশেষ করে যাদের মোবাইলে অতিরিক্ত ডাটা থাকে কিংবা যাদের wifi আছে, তারা এই অ্যাপটিতে কাজ করে ইনকাম করতে পারেন।

অ্যাপ থেকে ইনকাম করতে যে বিষয়গুলা মনে রাখবেন :

অ্যাপটি থেকে সর্বাধিক উপার্জন পেতে হলে আপনাকে নিয়মিত ভিডিও দেখতে হবে। অতিরিক্ত পয়েন্ট অর্জন করতে হলে অ্যাপটি বেশি বেশি রেফার করতে হবে। অ্যাপটির শর্তাবলী এবং নিয়মগুলি মেনে চলতে হবে, কারণ কোনো ধরনের প্রতারণামূলক কাজ অ্যাপটির একাউন্ট বন্ধ করে দিতে পারে।

Givvy Videos অ্যাপ ব্যবহার করে ইনকাম করা সম্ভব, তবে এটি থেকে খুব বেশি যে ইনকাম করতে পারবেন তা কিন্তু নয়। এটি একটি অতিরিক্ত আয়ের উৎস মাত্র, যেখানে আপনি কিছু সময় ব্যয় করে ছোট আয় করতে পারবেন। যেহেতু তারা পেমেন্ট দেয় চাইলে অ্যাপটিকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন। আশা করি বুজতে পারছেন, যাদের মোবাইলে অতিরিক্ত ডাটা থাকে কিংবা যাদের wifi আছে এবং যারা অধিক সময় ফ্রি থাকেন তারা এই অ্যাপটিতে কাজ করে ইনকাম করতে পারেন। এরকম প্রয়োজনীয় নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।

আরো পড়ুন : অ্যাপের মাধ্যমে গেম খেলে ইনকাম করার সহজ ‍উপায়।

সর্তকতা : অনলাইনের বিভিন্ন পর্যায়ে প্রতারণার বিভিন্ন ফাঁদ পেতে রাখা হয়, তাই যেকোন ওয়েবসাইট বা অ্যাপে কাজ করার পূর্বে সে সম্পর্কে ভালো ভাবে জেনে নিন। কোথাও না জেনে নিজের তথ্য শেয়ার করবেন না। Givvy Videos সহ অনলাইনের যেকোন অ্যাপ বা ওয়েবসাইট নিয়ে যদি আপনার কোনো সন্দেহ থাকে, কাজ করার পর যদি পেমেন্ট দেওয়া বন্ধ করে দেয় কিংবা প্রতারণা করে তাহলে তা ব্যবহার করা থেকে বিরত থাকুন। 

Post a Comment

0 Comments