ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করার উপায়। E-Passport Status Check

ই-পাসপোর্ট একটি ডিজিটাল পাসপোর্ট যা সুরক্ষা বৃদ্ধি করে এবং আন্তর্জাতিক ভ্রমণকে আরও সুবিধাজনক করে তোলে। আপনি যদি বাংলাদেশ থেকে ই-পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন, তাহলে আবেদনের পর আপনার ই-পাসপোর্টের বর্তমান অবস্থা কোন পর্যায়ে রয়েছে তা জানা দরকার। তো কিভাবে ই-পাসপোর্ট আবেদনের পর এর বর্তমান অবস্থা জানতে পারবেন তা নিয়ে থাকছে আজকের এই আর্টিকেলে।

E-Passport Status Check

সাধারণত, ই-পাসপোর্টের আবেদন জমা দেওয়ার পর পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়। পাসপোর্ট তৈরীর প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত এর অবস্থা জানার জন্য একটি সহজ পদ্ধতি রয়েছে, আর তা হচ্ছে ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক। আসুন জেনে নেওয়া যাক ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করার প্রক্রিয়াসমূহ।

ই-পাসপোর্ট স্ট্যাটাস চেকের প্রক্রিয়া :

প্রথমে বাংলাদেশ সরকারের ই-পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে (www.epassport.gov.bd) চলে আসতে হবে। ওয়েবসাইটের Check status পেজে আসার পর আপনার পাসপোর্টের আবেদন নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে Check অপশনে ক্লিক করুন।

ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করার উপায়

প্রয়োজনীয় সকল তথ্য দেওয়ার পর Check অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে পারবেন। পাসপোর্টটি প্রস্তুত হয়েছে কিনা, প্রক্রিয়াধীন রয়েছে কিনা অথবা কোনো সমস্যা রয়েছে কিনা, তা সকল কিছু জানতে পারবেন।

সফল পাসপোর্ট স্ট্যাটাসের ধরণ ও ব্যাখ্যা :

পাসপোর্ট আবেদন করার পর, আপনি যখন স্ট্যাটাস চেক করবেন, তখন একেক সময় একেক রকম স্ট্যাটাস দেখতে পাবেন। তো কোন স্ট্যাটাস দ্বারা কি বুঝায় তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

Submitted : আপনার আবেদন যখন সফলভাবে জমা হবে তখন এই স্ট্যাটাসটি দেখতে পাবেন। 

Appoinment Scheduled : এই স্ট্যাটাসের মাধ্যমে সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে, তা বুজতে পারবেন। অর্থাৎ পাসপোর্ট অফিসে গিয়ে প্রয়োজনীয় যে কাজ রয়েছে তা সম্পন্ন করতে হবে।

Biometric Enrollment : পাসপোর্ট অফিসে গিয়ে ছবি, স্বাক্ষর, ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ দেওয়ার পর আপনি এই স্ট্যাটাসটি দেখতে পাবেন। এই স্ট্যাটাস দেখলে বুঝবেন বায়োমেট্রিক কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন হয়েছে।

Pending SB Police Clearance : নতুন পাসপোর্টের জন্য আবেদন করলে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়, যখন পুলিশ ভেরিফিকেশনের সময় আসবে, তখন আপনি এই স্ট্যাটাসটি দেখতে পাবেন। আপনাকে নিকটস্থ থানা থেকে ফোন করা হলে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করবেন। যদি কোনো কারণে ফোন না আসে এবং পুলিশ ভেরিফিকেশন আটকিয়ে থাকে তাহলে অবশ্যই নিজ থেকে থানায় গিয়ে যোগাযোগ করে বিষয়টি জানিয়ে আসবেন।

Pending Final Approval : আপনার আবেদন যখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকবে, তখন এই স্ট্যাটাসটি দেখতে পাবেন।

Approved : আপনার আবেদন যখন কর্তৃপক্ষ সফলভাবে গ্রহণ করবে তখন আপনি এই স্ট্যাটাসটি দেখতে পাবেন। 

Pending in Print Queue : যখন আপনার পাসপোর্ট প্রিন্ট করার জন্য প্রস্তুত করা হবে, তখনি আপনি এই স্ট্যাটাসটি দেখতে পাবেন।

Passport Shipped : সাধারণ ঢাকা থেকে পাসপোর্ট প্রিন্ট করার কার্যক্রম শেষ হলে তা আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হয়, এই সময়ে আপনি এই স্ট্যাটাসটি দেখতে পাবেন। 

Passport is Ready for Issuance : যখন আপনার পাসপোর্টটি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে আসবে তখন এই স্ট্যাটাসটি দেখতে পাবেন অর্থাৎ আপনার পাসপোর্টটি আপনি অফিসে গিয়ে সংগ্রহ করে নিতে পারবেন। মনে রাখবেন, পাসপোর্ট সংগ্রহের সময় ডেলিভারি স্লিপটি সাথে করে পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন।

Passport Issued : পাসপোর্ট অফিস থেকে যখন আপনি পাসপোর্ট সংগ্রাহ করবেন, তখন এই স্ট্যাটাস দেখতে পাবেন। 

আশা করি বুজতে পারছেন, এভাবে খুব সহজে আপনি আপনার ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করে পাসপোর্টের বর্তমান অবস্থা জেনে নিতে পারবেন। এরকম প্রয়োজনীয় সব নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে টুকি আনলিমিটেড এর সাথে থাকুন।

Post a Comment

0 Comments