মজার মজার কিছু ধাঁধা নিয়ে আসলাম আজকের এই আর্টিকেলে, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা Dhadha অনেক পছন্দ করেন। ধাঁধার মাধ্যমে একজন ব্যক্তির যুক্তির ক্ষমতা ও বুদ্ধি প্রকাশ পায়। যারা বড় ধাঁধার উত্তর দিতে গোলমাল লাগিয়ে ফেলেন তাদের জন্যে আজকে আমি নিয়ে এসেছি ছোট ছোট ধাঁধার আসর।
ছোট বড় সবাই ধাঁধা পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট ছোট ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।
মজার মজার সব গুগলি ধাঁধা। বাংলা ধাঁধা ও উত্তর।
১) হাসির ধাঁধা : আম নয়, জাম নয়, গাছে নাহি ধরে তবু সবাই তাকে ফল বলে ডাকে ?
উত্তর : পরীক্ষার ফল।
২) হাসির ধাঁধা : বলেন দেখি কোন বাসে মৌমাছি আসে ?
উত্তর : সুবাসে।
৩) হাসির ধাঁধা : তিন বর্ণে নাম আমার বিদ্যানের সাথি, মাথাটা কেটে ফেললে হই মাপকাঠি।
উত্তর : কাগজ।
৪) হাসির ধাঁধা : এমন একটি ফুল যে হয় উল্টা-পাল্টা যা-ই করি একই নাম হয়।
উত্তর : লিলি।
৫) হাসির ধাঁধা : বলেন দেখি কোন সেই আম, যা খাওয়া যায় না ?
উত্তর : ব্যায়াম।
৬) হাসির ধাঁধা : গরু দুধ দেয়, আর মুরগি ডিম দেয়, এমন কি জিনিস আছে যা ডিম দুধ এক সাথে দেয় ?
উত্তর : দোকানদার।
৭) হাসির ধাঁধা : এমন ১টি কাপের নাম বলো দেখি সবাই। যে কাপেতে চা চিনি দুধ পানি কিছুই নাই।
উত্তর : বিশ্বকাপ।
গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.
৮) গুগলি ধাঁধা : তিনটি র্বণে নামটি তার, রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।
উত্তর : কমলা।
৯) গুগলি ধাঁধা : বলেন দেখি, লাঠির মত গাছে সোনার ফল নাচে।
উত্তর : ভুট্টা গাছ।
১০) গুগলি ধাঁধা : বলেন দেখি, কোন ডিম দেখা যায় না ?
উত্তর : ঘোড়ার ডিম।
১১) গুগলি ধাঁধা : কোন জিনিস মেয়েরা স্বামীর সামনে দেয়না, কিন্তু সবার সামনে দেয় ।
উত্তর : মাথার ঘোমটা।
১২) গুগলি ধাঁধা : কোন জিনিস আমরা শুধু রাতেই করতে পারি কিন্তু দিনে করতে পারি না।
উত্তর : ডিনার (রাতের খাবার)।
১৩) গুগলি ধাঁধা : বলেন দেখি, কোন জিনিস কাটলে বাড়ে ?
উত্তর : পুকুর।
১৪) গুগলি ধাঁধা : পরের ঘরে জন্ম আমার দেখতে আমি কালো তাই বলে কেউ ভুল করো না বাসতে আমায় ভালো।
উত্তর : কোকিল।
১৫) গুগলি ধাঁধা : বলেন দেখি, কোন ছানা খায় না?
উত্তর : বিছানা।
১৬) গুগলি ধাঁধা : কি এমন জিনিস যা মানুষ না চাইলেও পায় ?
উত্তর : মৃত্যু।
১৭) হাসির ধাঁধা : বলেন দেখি, কোন গান গাওয়া যায় না ?
উত্তর : বাগান।
১৮) হাসির ধাঁধা : ভাষা আছে কথা আছে সাড়া শব্দ নাই প্রাণীর সাথে থেকেও তার নিজের প্রাণ নাই।
উত্তর : বই।
গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.
১৯) গুগলি ধাঁধা : আমি হাসাই, আমি কাদাই, নহি আমি প্রাণী। দেখতে এসে সবাই ভোগে, বেদনা তাইতো জানি ।
উত্তর : নাটক।
২০) গুগলি ধাঁধা : অক্ষর মাত্র তিনটা সবার ঘরে রয়, মধ্যের অক্ষর বাদ দিলেই সুন্দর বাদ্য হয়।
উত্তর : বিছানা।
২১) গুগলি ধাঁধা : দিন গুনি সপ্তাহ গুনি আরও গুনি মাস, এমন করে কাটাই বার মাস।
উত্তর : ক্যালেন্ডার।
২২) হাসির ধাঁধা : বলেন দেখি, কোন বর’কে সবাই চায় ?
উত্তর : খবর।
২৩) গুগলি ধাঁধা : গাছে নাই, পাতায় নাই, ফুলে আছে, ফলে আছে, আর ডালে আছে।
উত্তর : 'ল' অক্ষর।
২৪) গুগলি ধাঁধা : বলেন দেখি, কোন পান খায় না ?
উত্তর : জাপান।
২৫) গুগলি ধাঁধা : এক মায়ের দুই ছেলে কেউ কাউকে দেখতে নারে।
উত্তর : চক্ষু।
২৬) হাসির ধাঁধা : বলেন দেখি, যা দেয় তা খাই, জল দিলে মরে যাই।
উত্তর : আগুন।
২৭) গুগলি ধাঁধা : তলে মাটি, উপরে মাটি, মন্দে সুন্দরি বেটি, বলেন দেখি কি ?
উত্তর : হলুদ।
২৮) গুগলি ধাঁধা : বলেন দেখি, কোন রাণী পুরুষও হয় ?
উত্তর : কেরানী।
২৯) গুগলি ধাঁধা : বলেন দেখি, কোন চা খায় না ?
উত্তর : খাঁচা।
৩০) গুগলি ধাঁধা : বলেন দেখি, কোন শহর খুলতে মানা ?
উত্তর : খুলনা।
গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.
0 Comments
post a comment
Emoji