নগদে প্রিপেইড মিটারের রিচার্জ টোকেন আসছে না - নিয়ে নিন সমাধান। Nagad Token Issue ? Easy Way Out!


নগদ অ্যাপের মাধ্যমে প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার পর অনেক সময়’ই ২০ সংখ্যার রিচার্জ টোকেনটি এসএমএসের মাধ্যমে আসে না। অথচ আমরা জানি, এই টোকেন ছাড়া মিটারে রিচার্জ সম্পন্ন করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। তবে চিন্তার কিছু নেই, ম্যাসেজে টোকেন না আসলেও আপনি নিজেই সেই টোকেনটি সহজে বের করে নিতে পারবেন নগদ অ্যাপের মাধ্যমে’ই। তো চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।


নগদ অ্যাপের মাধ্যমে রিচার্জ করার পর যদি টোকেন নম্বর না আসে, তবে চিন্তার কোনো কারণ নেই। আপনি খুব সহজে’ই নগদ অ্যাপ ব্যবহার করে আপনার প্রিপেইড মিটারের রিচার্জ টোকেনটি পুনরায় বের করে নিতে পারেন। নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো, কীভাবে নগদ অ্যাপ থেকে রিচার্জ টোকেনটি খুঁজে বের করবেন:

নগদ অ্যাপ : নগদের মাধ্যমে টাকা রিচার্জ করার পর যদি এসএমএসের মাধ্যমে টোকেন না আসে তাহলে নগদ অ্যাপে চলে আসুন। নগদ অ্যাপে আসার পর অন্যান্য সেবাসমূহ/More Service অপশনে ক্লিক করুন। More Service - এ আসার পর Prepaid Bill Payment Token নামের একটি অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন। তারপর Biller Name সিলেক্ট করে, নিচ থেকে Meter/Account/Customer No টিক দিয়ে আপনার মিটার নাম্বারটি দিয়ে সার্চ করুন। সার্চ করার সাথে সাথে রিচার্জ টোকেন নাম্বারটি সামনে চলে আসবে।


আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি আপনার প্রিপেইড মিটারের সর্বশেষ নগদ অ্যাপের মাধ্যমে রিচার্জ করা ২০ সংখ্যার কোডটি বের করে নিতে পারবেন। যদি আমাদের আর্টিকেলগুলা আপনাদের উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনাদের মতামত জানাতে পারেন আমাদের সাথে। যেকোন বিষয়ে নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন। 

Post a Comment

0 Comments